সাবেক কাউন্সিলর আক্তার কামাল
এ কে সোহেল
একটা সময়  বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আক্তার কামাল। এবার জাতীয় দ্বাদশ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের কোন

স্থানীয় বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে বারণ করেছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতারা। যারা তাদের কথা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জাতীয়তাবাদী বিএনপির দল থেকে বহিষ্কার করেছিলেন, সেসময় জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল ও বহিষ্কার হন।

এই সাবেক বিএনপির নেতা বিগত ১৫ টা বছর ছিলেন আওয়ামী লীগের ছাঁয়াতলে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের হওয়ার পরে এমন কয়েকজন বহিষ্কৃত নেতাকে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে স্বাক্ষাতে। এ নিয়ে দুঃসময়ের রাজপথে থাকা আওয়ামীলীগের হাতে নির্যাতিত হওয়া বিএনপির নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক নেতাকর্মীরা তাদের সুবিধাবাদী হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। বিএনপির দুর্দিনে বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট থেকে যেসব নেতা-কর্মীরা আওয়ামীলীগের দালালী করেছে এবং পর্দার আড়ালে থেকে গা-বাঁচিয়েছেন তারমধ্যে অন্যতম জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল। এখন আবার ও নতুন ভাবে পাইতারা শুরু করছে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। 

গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপির অভিভাবক হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া-আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে কক্সবাজার পৌরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর দেখা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে কাউন্সিলর আকতার কামালকে দেখে ক্ষোভের বহ্নিশিখায় জ্বলে উঠে অনেকে, তাকে নিয়ে দলের নেতারা মিশ্র প্রতিক্রিয়া জার্নিয়েছেন। অনেক নেতা কর্মীরা  তাকে সুবিধাবাদী হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ উঠেছে কাউন্সিলর আকতার কামাল বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নিয়ে নিজ এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাত, এমনকি নিজ দায়িত্বে পৌর ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার দায়িত্ব নিতেন আক্তার কামাল। সেসব ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ - মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই বিষয়ে কাউন্সিলর আক্তার কামাল থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মুঠোফোনে আমি কিছু বলবো না আপনি আমার সাথে পুরাতন শেভরনে  দেখা করেন