নিজস্ব প্রতিবেদক: 

সেন্টমার্টিন দ্বীপের সুবিধাবঞ্চিত জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দীন কর্তৃক পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে মোট ১৩৫ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাঈম হাসান, যিনি এই কার্যক্রমের নেতৃত্ব দেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সময় তারা চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা দিয়ে আসছে। এটি তাদের চলমান মানবিক কার্যক্রমের একটি অংশ বলে উল্লেখ করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।