এস কে রানা

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত ও রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে বুধবার ১৬ অক্টোবর  সকাল  এগারটার দিকে কক্সবাজার জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে মানববন্ধন  করা হয়েছে। 


মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার জেলার  অফুরন্ত  প্রাকৃতিক  সৌন্দর্যমন্ডিত  একটি দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন শিল্প ধ্বংস করতে  নানামুখী  ষড়যন্ত্র করেছে অনেকেই। পর্যটকদের   কক্সবাজার থেকে  মুখ ফিরিয়ে  নিয়ে বিভিন্ন  জায়গায়  নিয়ে  যেতে ফন্দি করছে ভিন্ন  অভিমতের  লোকজন।

কক্সবাজারের  পর্যটন  স্পটের  অন্যতম  আকর্ষণ  প্রবালঘের সেন্টমার্টিনে  পর্যটক  ভ্রমন সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধকরনের   সিদ্ধান্ত   প্রত্যাহার চেয়ে  ট্যুর অপারেটর  ওনার্স এসোসিয়েশন  অব কক্সবাজার  ( টুয়াক) , হোটেল  ওনার্স এসোসিয়েশন অব  সেন্টমার্টিন, সেন্টমার্টিন বাজার দোকান ব্যাবসায়ী সমবায়সমিতি  লিঃ, স্পীটবোট  মালীক সমবায় সমিতি, ঢাকাস্থ  বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যায়নরত সেন্টমার্টিনের শিক্ষার্থীবৃন্দ এবং আরও অঙ্গ সংগঠন   এ মানববন্ধনে বক্তব্য  রাখেন।