মোঃ ওসমান গনি (ইলি):

প্রত্যাশীর উদ্যোগে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের নিয়ে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সরকার, সুশীল সমাজ,মিডিয়া প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাব-এজেন্ট ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশী সিমস্ প্রকল্প ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি) ও প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন,র সঞ্চালনালায় বক্তব্য রাখেন ঈদগাঁও স্ব্যাস্থ কমপ্লেক্সে পরিচালক ডাক্তার তৃণা শাহ্,ঈদগাঁও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা , উপজেলা নির্বাচন কর্মকর্তা,  যুব উন্নয়ন কর্মকর্তা প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি এবং মিডিয়া প্রতিনিধিগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন- নিরাপদ অভিবাসনে জনসচেতনতা বৃদ্ধির এবং দক্ষ জনশক্তি প্রেরণের কোন বিকল্প নাই। বিদেশগামীদের দক্ষ হয়ে বিদেশ যেতে পারলে কাজের যেমন স্থায়ীত্ব নিশ্চিত হবে তেমনি দ্বিগুণ রেমিট্যান্স বৃদ্ধি করা সম্ভব। অনুষ্টানে প্রবাসী ও তাদের জীবন যাএার মান উন্নয়ন ও নিরাপদ অভিবাসন,  আইনগত সহায়তা,  উদ্যাক্তা উন্নয়ন, মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির টেকসইকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি'র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি ইলি ও ঈদগাঁও প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেফাইল ও সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিনসহ আরো প্রমূখ্য।