জাতীয়তাবাদী বিএনপির  নেতা আবছার কামাল বাদশা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জায়ীতাবাদী ছাত্রদলের কক্সবাজার শহর শাখার যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রিফাত  ক্যারিয়ারের উত্থানটা দেখে যেতে পারেননি তার বাবা আবছার কামাল বাদশা। আবছার কামাল বাদশা ছিলেন কক্সবাজার শহর শাখা আওতাধীন ০৯নং ওয়ার্ড বিএনপির পশ্চিম শাখার সভাপতি, কক্সবাজার জেলা দর্জি কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা। বড় বাজার বস্তু ব্যবসায়ি সমিতির সিনিয়র- সহ সভাপতি  ও কক্স টেইলাস এর স্বত্বধিকারী।

দেখে যেতে পারলে না ছেলের এই কৃতিত্বে, যদি দেখতেন তাহলে হয়তো গর্ব করতেন। আজ ৯ম তম মৃত্যু বার্ষিকী রিফাতের বাবার। 

বাবার শেষ স্মৃতি  নিয়ে বেঁচে থাকা বিএনপির এই ছাত্রনেতা তার বাবাকে জান্নাতবাসী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবার ছবি দিয়ে সবার কাছে দোয়া চেযেছেন এই ছাত্রনেতা ‘আজকে আমার বাবার ৯ম তম মৃত্যুবার্ষিকী সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

শেষ স্মৃতি বলতে শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল রিফাতের বাবা ছিলে জাতীয়তাবাদী  বিএনপির শহর শাখা আওতাধীন ৯নং ওয়ার্ড বিএনপির পশ্চিম শাখার সভাপতি, তার বাবার দেখানো রাজপথে সে একজন বির সৈনিক। আবছার কামাল বাদশা যেমন সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে চলেছে ঠিক  তেমনি রিফাত ও তার উত্তরসূরী। এই ছাত্রনেতা সবার কাছে তার বাবার জন দোয়া চেয়েছেন  আল্লাহ যেন তার বাবাকে জান্নাতবাসী করেন।