সাখাওয়াত হোসাইন:

রামু সেনানিবাসে আজ বৃহস্পতিবার সকালে মহান সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় এই দিনটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ। এ আক্রমণ স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। তিনি মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং অন্যান্য সম্মানিত অতিথিদের আন্তরিক সংবর্ধনা জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী সবসময় দেশের মানুষের পাশে থেকেছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের ভূমিকা অনস্বীকার্য।"

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনটি সশস্ত্র বাহিনীর প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে উদযাপিত হয়েছে।