এ কে সোহেলঃ
কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃ'ত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দু'র্ঘ'টনা ঘটে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নি'হ'ত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।
ওসি মছিউর বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দু'র্ঘ'টনা'টি ঘটে।
এই স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মা'রা যান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইসলামপুর মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কা'টা পড়া ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) লাল মিয়া থানা পুলিশকে খবর দেয়। নিহত অজ্ঞাত ব্যক্তির ম'স্তক শ'রী'র থেকে বি'চ্ছি'ন্ন হয়ে গেছে।
দুপুর দেড়টায় ম'র'দেহ উ'দ্ধা'র করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মছিউর।
0 Comments