নিহত বোরহান উদ্দিন
এ কে সোহেলঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইটবোঝাই ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে নলবিলাস্থ ডলমপীর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার। আহতদের একজন সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন এবং আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নিহত বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিনের বাড়িও পেকুয়ায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আরিফুল আমিন।
তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। দুর্ঘটনায় পতিত ইটবোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে চকরিয়া হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদরাসার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
0 Comments