প্রথম কক্সবাজার ডেক্স:

কক্সবাজার সদরের লারপাড়ার মোঃ জাবেদ (২৮) এবং আনিকা রহমান (২০) বিপুল পরিমাণ ইয়াবাসহ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা রাস্তার মাথায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

আটককৃত জাবেদ কক্সবাজার পৌরসভার পিটিআই স্কুল এলাকার বাসিন্দা এবং মোঃ সেলিম ও নাজমা আক্তার দম্পতির সন্তান। অন্যদিকে আনিকা একই এলাকার নুরুল ইসলাম ও মমতাজ বেগম দম্পতির মেয়ে এবং নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।