নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার উখিয়া উপজেলা: জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফরিদ আলম সিকদার।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদু সাত্তারের সঞ্চালনায় ও সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন জয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি জাতীয় সাংবাদিক সংস্থার ভবিষ্যৎ কর্মকৌশল, সংগঠনের অবকাঠামো ও অফিস নির্ধারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এছাড়া, আগামী ২০ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য বনভোজনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সংগঠনের সদস্যদের পরিচয়পত্র সংগ্রহের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা ও সংস্থার উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সাংবাদিকদের অধিকার রক্ষা, তথ্যের স্বাধীনতা ও সঠিক সংবাদ পরিবেশনের গুরুত্ব সবার উদ্দেশ্যে তুলে ধরেন সংগঠনের উখিয়া উপজেলার সভাপতি ফরিদ আলম সিকদার।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন, দুরন্ত টিভির উখিয়া প্রতিনিধি আলম সিকদার, বাংলাদেশ মেইলের টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার শাহানাজ চৌধুরী,সাংবাদিক মোঃ নাসিম, আয়ুব উদ্দিন রাশেদ, মোঃ ইসমাইল, দৈনন্দিন উখিয়া প্রতিনিধি সালাউদ্দিন, টাইমস প্রতিবেদক আরাফাত, সমুদ্র কন্ঠের উপকূলীয় প্রতিনিধি মোঃ ইমরান, পালং কন্ঠের রিপোর্টার আবদু রহিম সহ সংস্থার নেতৃবৃন্দেরা উপস্থিতি থেকে অনুষ্ঠান সফল করেন।




অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেক কাটা হয় এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।