সাখাওয়াত হোসাইন:

কক্সবাজারের ঐতিহাসিক গোল চত্বর (মুক্তিযোদ্ধা) মাঠে আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশকে বর্তমান সংকট থেকে বের করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা চাই জনগণের মতামতের প্রতিফলন ঘটে এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।"

তিনি কক্সবাজারের লবণ শিল্পের প্রসঙ্গ টেনে বলেন, "লবণ চাষীদের দুর্দশা লাঘবে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারকে তাদের কথা শুনতে হবে এবং লবণ শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করতে হবে।"

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

এসময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, "আওয়ামী লীগের ইতিহাস নিজেদের দলকে ধ্বংস করার ইতিহাস। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগের সাংবিধানিক কবর রচনা করেছিলেন। আর তার কন্যা ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগকে দাফন করে দিল্লি পালিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জনসভাকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে উপস্থিত হন। কক্সবাজার জেলা বিএনপি আশা করছে, এই জনসভার মাধ্যমে দলীয় আন্দোলন আরও বেগবান হবে এবং দাবিগুলো বাস্তবায়নে জনগণের সমর্থন আরও সুসংহত হবে।