সাখাওয়াত হোসাইন 

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শুভ জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ তারেক। সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন সিকদারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ঈদগাহ উপজেলা সভাপতি মোকাররম বাবুল, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব আলম, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আতিকুর রহমান, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এস এম বাবর, সাধারণ সম্পাদক আবুল মঞ্জুর, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আয়াজ রনি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, জাতীয় ছাত্র সমাজের কক্সবাজার জেলা সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইফতার শেষে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এতে গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।