প্রথম কক্সবাজার ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ‘সমন্বয়ক’ পরিচয় এখন আর অস্তিত্ব নেই, এবং কেউ এই পরিচয় ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।


শুক্রবার (৭ মার্চ ২০২৫) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ের নামে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দুর্নীতি চলছে, যা বন্ধ করা প্রয়োজন।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ এবং নতুন ছাত্র সংগঠন গড়ে উঠেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যারা পুরনো পরিচয় ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।