প্রথম কক্সবাজার ডেস্ক :

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান।

ওসি জানান, রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের তৃতীয় তলায় শেখ কবির নামে এক ব্যক্তির অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোও ভাঙা অবস্থায় পাওয়া যায়। অভিযুক্তদের কাছ থেকে কিছু অর্থ উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন সালমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার আহ্বায়ক পদে রয়েছেন। বাকিরা সংগঠনের বিভিন্ন পদে অথবা সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানিয়েছেন ওসি।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে, তারা উক্ত অফিসটি আওয়ামী লীগের কার্যালয় ভেবে দখলে নিতে গিয়েছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এ ঘটনায় আরও ৬-৭ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।