মিজবাহ উদ্দিন:
টেকনাফের হীলী ইউনিয়নের আলী খালী এলাকায় গহীন পাহাড় থেকে রিদুয়ান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের আট দিন পর আজ (তারিখ) দুপুরে এক রাখাল পাহাড়ে গরু চরানোর সময় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১লা রমজান রিদুয়ান অপহরণের শিকার হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘ আট দিন পর পাহাড়ে মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে মরদেহটি রিদুয়ানের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে রিদুয়ানের অপহরণের কারণ এবং মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
0 Comments