নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র তুলে ধরতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিক আবছার। স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, কিছু অসাধু পরিবহন চালক,বিশেষকরে মিনি কারের কিছু চালক, লাইনম্যান মুফিজের সহযোগিতায় পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এই অনিয়ম নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করতে গিয়ে সাংবাদিক আবছার বাধার সম্মুখীন হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তথ্য সংগ্রহের সময় একদল দুষ্কৃতকারী তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে। এমনকি তার কাজেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে একাধিক গণমাধ্যম সংগঠন বিবৃতি দিয়েছে। তারা বলছে, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি স্বরূপ, যা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থী।

এদিকে, সাংবাদিক আবছারকে হেনস্তার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ। কক্সবাজারের সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।